রাউজানে ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

চট্টগ্রামের রাউজান এলাকা থেকে দেশীয় প্রযুক্তিতের তৈরি একটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর গ্রামের শফিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮) এবং আবদুল মোনাফের ছেলে মো. মবিন (২৬)। তাদের শুক্রবার সকালে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
র্যাবের মিডিয়া কর্মকর্তা মো. নূরুল আবছার বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধার অস্ত্রটি দিয়ে তারা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করতো। প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য কেনাবেচা ও বহনে নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রটি ব্যবহার করতো।
গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
ইকবাল হোসেন/এমকেআর