শনিবার ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ২৭ আগস্ট ২০২২

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শনিবার (২৭ আগস্ট) এ সফরে আসছেন তিনি।

সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ওআইসি মহাসচিবের।

তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

সফরকালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিও (আইইউটি) পরিদর্শন করবেন ওআইসি মহাসচিব।

এইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।