ইরাকে বাংলাদেশিদের নিরাপদে অবস্থানের পরামর্শ
ইরাকের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপদস্থানে অবস্থানের অনুরোধ জানিয়েছে বাগদাদে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৩০ আগস্ট) দূতাবাস প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, ইরাকে প্রবাসী বাংলাদেশি নাগরকিদের জানানো যাচ্ছে যে, চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সবাইকে নিরাপদস্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে ইরাকে প্রবাসীদের সহযোগিতা করতে পাঁচটি হটলাইন নম্বরও চালু করেছে দূতাবাস। যেকোনো প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ওই হটলাইনে যোগাযোগের অনুরোধও করা হয়।
নম্বরগুলো হলো-০৭৮২৭৮৮৩৬৮০, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৭২৯০০৪০১০।
গত বছরের অক্টোবরে ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদরের দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়। কিন্তু সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়। এজন্য পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু দাবি না মানায় মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। ওই ঘোষণার পরপরই বিশৃঙ্খলা ও সংঘর্ষের জেরে ১৫ জন নিহত হয়েছে ইরাকে।
এইচএ/জেএইচ/জেআইএম