টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ পরীক্ষা করানোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ও অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক প্রধানমন্ত্রীর নাক, কান, চোখ, গলা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা করেন।

শুক্রবার সকালে এসব পরীক্ষা করানো হয়। এ সময় প্রধানমন্তীর ব্যক্তিগত কর্মকর্তারা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান ও অন্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

পুরো পরীক্ষাটি তত্ত্বাবধান করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তার সঙ্গে ছিলেন ডা. ওয়াজিহা আক্তার জাহান, ডা. বনজবা ও ডা. শাহানা ফেরদৌস।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।