পিস ফাউন্ডেশনের বিশেষ সম্মাননা পেলেন ব্যবসায়ী শায়লা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২২

সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পিস ফাউন্ডেশন থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শায়লা সাবরিন।

বুধবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মহি মুসা। সভাপতিত্ব করেন লেখক ও শিল্পোদ্যোক্তা এম মিরাজ হোসেন।

করোনাকালে অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান, গৃহহীন ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে আবাসন ব্যবস্থা, শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মসজিদ সংস্কারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য বাংলাদেশ পিস ফাউন্ডেশন তাকে ২০২২-২৩ এর জন্য পিস অ্যাওয়ার্ড প্রদান করে।

শায়লা সাবরিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ ও রোজলিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।