মেলায় বাদলের তিন বই
প্রাণের মেলায় এবার তিনটি বই নিয়ে হাজির হয়েছেন আনোয়ার হোসেন বাদল। ব্যতিক্রমধর্মী এসব বই পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ‘সাহিত্য কথা’ স্টলে। যার স্টল নম্বর ২৯১।
এর আগেও তিনি বেশ কয়েকটি বই লিখে সাড়া ফেলেছিলেন। এবারে যে তিনটি বই মেলায় প্রকাশ করেছেন তা হলো: নির্বাসিত-বিপ্লবের দিনলিপি, একান্তে- কবি ও কবিতা, অপেক্ষার প্রহর।
আনোয়ার হোসেন বাদল দক্ষিণ জনপদের পটুয়াখালীর জেলার প্রমত্তা পায়রা বিধৌত রাজগঞ্জ গ্রামে ১৯৬৫ সালের ১লা মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৮০ সালে ম্যাট্টিক এবং ১৯৯২ সালে এম এ ডিগ্রী অর্জন। কর্মজীবনে সামরিক, বেসামরিক এবং কর্পোরেট সেক্টরসহ বিচিত্র সব পেশায় কাজ করছেন তিনি। তবে নিজের পছন্দের কাজ হিসেবে শিক্ষকতার পেশায়ই দীর্ঘ সময় থেকে এখনো যুক্ত রয়েছেন।
তার লেখালেখি হাতেখড়ি সেই স্কুল জীবন থেকেই শুরু হয়েছে। তবে সবটাই মনের খোরাক, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নয় বলে তিনি জানান।
এমএম/জেএইচ