নভোএয়ারের ২০ জনকে প্রশিক্ষণ দেবে বাফওয়ার ল্যাঙ্গুয়েজ ল্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) পরিচালিত ল্যাঙ্গুয়েজ ল্যাবে ভর্তি হয়েছে বেসরকারি নভোএয়ার লিমিটেডের ২০ প্রশিক্ষণার্থী।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাফওয়া ও নভোএয়ার লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় প্রথমবারের মতো নভোএয়ারের ওই প্রশিক্ষণার্থীরা ল্যাঙ্গুয়েজ ল্যাবটিতে প্রশিক্ষণ নেবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি সই অনুষ্ঠানে বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের জায়গা আরও সুদৃঢ়ভাবে তৈরি করে নেওয়ার সুযোগ দিতে অন্যান্য ভাষাশিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০১৭ সালের ২৪ জুলাই বাফওয়ার ল্যাঙ্গুয়েজ ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নানের দিক নির্দেশনায় ভাষা শিক্ষার প্রশিক্ষণকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাফওয়া থেকে বিভিন্ন ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নতুনভাবে গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাফওয়া ও নভোএয়ার লিমিটেডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাফওয়ার পক্ষে সভানেত্রী তাহমিদা হান্নান, কল্যাণ ও অনুষ্ঠান পরিদপ্তরের পরিচালক এবং সিনিয়র লিঁয়াজো কর্মকর্তা এয়ার কমোডর আবুল ফজল মুহাম্মদ আতিকুজ্জামান এবং নভোএয়ার লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর গ্রুপ ক্যাপ্টেন মফিজুর (অবসরপ্রাপ্ত), সিনিয়র ম্যানেজার কেবিন সেফটি অ্যান্ড সার্ভিসেস মুক্তা ওয়াহীদ চুক্তিপত্রে সই করেন।

বাফওয়া কর্তৃপক্ষ প্রশিক্ষণটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে।

এইচএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।