কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ চুরি, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
ছবি প্রতীকী

রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, কিছুদিন আগে কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।

কলাবাগান থানার ওসি বলেন, ওই ভবনসহ আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হয়। টানা কয়েকদিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মালামাল ও তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান সাইফুল ইসলাম।

টিটি/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।