বাংলাদেশে গাঁজা-ফেনসিডিল পাচারে বিএসএফ জড়িত


প্রকাশিত: ০৩:১৫ এএম, ৩০ নভেম্বর ২০১৪

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রশাসনের জব্দ করা কোটি কোটি টাকার ফেনসিডিল ও গাঁজা বাংলাদেশে পাচার হচ্ছে। আর এসব পাচারে সরাসরি জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার আগরতলা থেকে প্রকাশিত বাংলা দৈনিক প্রতিবাদী কলম এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় বিএসএফ ও প্রশাসনের অভিযানে উদ্ধার হওয়া গাঁজা ও ফেনসিডিল বিএসএফের বিওপিগুলোতে জমা রাখা হয়। আর সেখান থেকেই সেগুলো চলে যাচ্ছে পাচারকারীদের হাতে। শুধু নকল ফেনসিডিল বিওপিওতে সাজিয়ে রাখা হচ্ছে। গাঁজাপাতা ও কিছু শুকনো গাঁজা ছড়িয়ে দিয়ে পুড়িয়ে ফেলার নাটক হচ্ছে।

পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের সোনামুড়া মহকুমা প্রশাসন এবং বিএসএফের যৌথ উদ্যোগে কয়েক মাস ধরে গাঁজাবিরোধী অভিযান চালাচ্ছে। এসব অভিযানে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল। অভিযানের পর সেগুলো বিএসএফ ক্যাম্পে নিয়ে যাচ্ছে। এরপর সেসব মাদকদ্রব্য পাচারকারীদের কাছে বিক্রি করা হচ্ছে এবং বিএসএফের পাহারায় তা বাংলাদেশে পাচার হচ্ছে।

প্রতিবাদী কলমের প্রতিবেদনে বলা হয়, মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের কাজে বিএসএফের কিছু উচ্চপর্যায়ের কর্মকর্তা তাদের অধীন জওয়ানদের সঙ্গে নিয়ে এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্মকর্তাও জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।