মেহেরুন নেছা রুমার ‘নারী উৎস থেকে নিরন্তর’
মেহেরুন নেছা রুমা সম্পাদিত বই ‘নারী উৎস থেকে নিরন্তর’ প্রকাশ হয়েছে এবারের বইমেলায়। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রেদওয়ানুর রহমান। এটি মূলত একটি গবেষণামূলক গ্রন্থ। বইটিতে নারী বিষয়ক প্রায় দুইশো প্রবন্ধ রয়েছে। বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা নিয়ে বইটি সম্পাদনা করেছেন মেহেরুন নেছা রুমা।
আবহমান সমাজ ব্যবস্থার আলোকে বর্তমান নারী সমাজ এর অবস্থা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত হয়েছে এই বইটিতে। বতমান বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও প্রকৃতপক্ষে নারী এখনো নিরাপদ নয়। অধিকার কেউ কাউকে দেয় না; বরং অর্জন করে নিতে হয়। নারী নিজেই জানে না তার অধিকার কী, কখন সে লাঞ্চিত হচ্ছে, কোন পর্যায়ে পৌঁছলে নিপীরণ কে নিপীরণ হিসেবে ধরা যাবে। পরিবার সমাজ ও রাস্ট্রে যুগে যুগে নারী গঞ্জনা বঞ্চনার শিকার হচ্ছে। বাল্য বিবাহ, যৌতুক, যৌন নির্যাতন, সাইবার অপরাধ, বৈষম্য, আত্মহত্যা, বিজ্ঞান এবং সাহিত্যে নারীর অবদান, স্বীকৃতি অস্বীকৃতি সবকিছু নিয়ে লেখা আছে এই বইটিতে।
মেহেরুন নেছা রুমা দীর্ঘদিন যাবৎ দৈনিক সমকাল এর ফিচার বিভাগে লেখালেখি করছেন। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় তার সরব উপস্থিতি লক্ষ্যণীয়।২০১২ সালে তার প্রথম গল্পগ্রন্থ `যে জীবন হয়নি যাপন` প্রকাশিত হয়। এযাবৎ ৫টি মৌলিক গন্থের রচয়িতা তিনি। এবারই প্রথম নারী বিষয়ক বইটি সম্পাদনা করেছেন। `নারী উৎস থেকে নিরন্তর` নামকরণটি মূলত: নারীর জন্ম থেকে প্রবাহমান জীবনধারাকে বুঝাতে ব্যবহৃত হয়েছে।
এইচএন/পিআর