চিত্রকলা জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সমরজিৎ রায় চৌধুরী: আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১০ অক্টোবর ২০২২

একুশে পদকজয়ী প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (৯ অক্টোবর) রাতে এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী সৃজনশীল সুকুমার শিল্পচর্চা করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, চিত্রকলা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সমরজিৎ রায় চৌধুরী। তিনি চিত্রকলায় সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। খ্যাতিমান এ চিত্রশিল্পীর অসামান্য অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

শোকবার্তায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রয়াত সমরজিৎ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে খ্যাতিমান এ চিত্রশিল্পী ৮৫ বছর বয়সে রোববার (৯ অক্টোবর ২০২২) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

এমএমএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।