চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হতে চায় ‘তাইয়ুং’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ অক্টোবর ২০২২

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ‘তাইয়ুং’। বুধবার (১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল চসিক ভবনে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।

এসময় মেয়র প্রতিনিধিদলের প্রস্তাবে সম্মতি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর আহ্বান জানান। তিনি নগরীকে একটি বিশ্বমানের পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সব মহলের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে তাইয়ুং প্রতিনিধিদল বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে ময়লা অপসারণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ুদূষণের বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জিটুজি’র মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব। নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেন তারা।

এসময় সিটি মেয়রকে দক্ষিণ কোরিয়ায় বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান দলনেতা কী ইয়াং লিম। মেয়র তাদের আমন্ত্রণ গ্রহণ করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, তাইয়ুং’র নির্বাহী পরিচালক কী ইয়াং লিম, ঢাকার ব্যবস্থাপক ডেভিড ডেই হিউন লি, কন্ট্রাক্ট ম্যানেজার পি এস কিম পুরিউনসল কিম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন।

ইকবাল হোসেন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।