সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৫
রাজধানীর মতিঝিলের বক চত্বর এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- রাশেদা বেগম (৫০), খাদিজা আক্তার (২২), লিমা আক্তার (২০), রাজিব (৩৭) ও জিসান (৫)।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
পথচারী কালাচাঁদ জানান, মতিঝিল বক চত্বর এলাকায় একটি বিআরটিসি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। আহতরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানী গ্রামের বাসিন্দা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
কাজী আল-আমিন/কেএসআর/এএসএম