তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে পাথওয়ের মাদকবিরোধী পথসভা
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে মাদকবিরোধী পথসভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে এ পথসভা হয়। এসময় তৃতীয় লিঙ্গের মানুষেরা বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে পথসভায় অংশ নেন।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, মাদক সমাজের একটি ব্যাধি। যুবসমাজ এই মাদকের কারণেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই তাদের সচেতন করার জন্যই ভিন্নধর্মী এ আয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন চায়ের দোকানে স্কুল-কলেজের দোকানের সামনে এবং রাস্তাঘাটে শিক্ষার্থীরা প্রকাশ্যে ধূমপান করছে। পরবর্তীতে বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে তারা নেশা করতে শুরু করে। একটা সময় পড়াশোনা ছেড়ে বিপথগামী হয়ে পড়ে। পরিবারও তাদের এসব কার্যকলাপে একটা সময়ে ভেঙ্গে পড়ে। এসব আয়োজনের মাধ্যমে পরিবার এবং সমাজকে বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রকাশ্যে ধূমপান করা নিয়ে সরকারের যে আইন রয়েছে সে আইন প্রয়োগ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানান পাথওয়ের সদস্যরা।
টিটি/জেডএইচ/এএসএম