পিলখানায় বিজিবি সদস্য নিহত


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হেডকোয়াটার পিলখানার প্যারেড গ্রাউন্ডে প্যারেড চলাকালীন ওয়ালিয়ার (৪৫) নামে এক হাবিলদারের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পিলখানার প্যারেড গ্রাউন্ডে এ ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রহিম উদ্দিন জানান, রোববার সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের ন্যায় প্যারেড গ্রাউন্ডে প্যারেডে অংশগ্রহণ করেন ওয়ালিয়ার। কিন্তু প্যারেড চলাকালীন সময়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে পিলখানা বিজিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওয়ালিয়ার ১৬ নং ব্যাটালিয়নে খাগড়াছড়ির রামগড়ে কর্তব্যরত ছিলেন। বিশেষ একটি টিমে কাজ করার উদ্দেশ্যে তাকে ঢাকা আনা হয়। বিজিবি ১৬ নং ব্যাটালিয়নে হাবিলদার হিসেবে কাজ করতেন তিনি। তার  হাবিলদার নম্বর ৪৮৬৮১।

তার গ্রামের বাড়ি ঝিনাইদহের টালিগঞ্জ উপজেলার আরপারা গ্রামে। বাবার নাম মৃত. বহিউদ্দিন মিয়া।

জাগোনিউজ২৪.কম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।