তুষারের নিচে চাপা পড়া সৈনিকের ৯ দিন পর মৃত্যু


প্রকাশিত: ০৮:২২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সিয়াচেন হিমবাহে তুষারের নিচে চাপা পড়ার ছয়দিন পর উদ্ধার ভারতীয় সেই সেনা সদস্য চলে গেলেন না ফেরার দেশে। হানামানথাপ্পা নামের ওই সৈনিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালের দিকে মারা গেছেন। খবর দ্য হিন্দুর।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ল্যান্স নায়েক হানামানথাপ্পা আর নেই। তিনি আজ বেলা পৌনে ১২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মঙ্গলবার ছয় হাজার মিটার উপরে অন্তত আট মিটার গভীর তুষারে নিচে আরো নয়জন সৈনিকের সঙ্গে চাপা পড়েন হানামানথাপ্পা। এরপরই ভারতীয় সেনা ও বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আরঅ্যান্ডআর হাসপাতালে ভর্তি করা হয়। বরফ চাপায় তার শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, মিরাকল কিছু না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।