কঁচা নদীর ফেরি বিকল : ১০ রুটে যান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পিরোজপুরের কঁচা নদীর চরখালী ফেরি অচল হওয়ায় উত্তরবঙ্গসহ ১০ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ফেরির সিনিয়র চালক আব্দুর রব জানিয়েছেন, গিয়ারের ক্রোস ও গিয়ার বক্সের হাউজিং ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুরের চরখালী ফেরি অচল হয়ে পড়েছে। এতে বরিশাল-খুলনা-ভায়া ভান্ডারিয়া ও পাথরঘাটা-পিরোজপুরের সঙ্গে ঢাকা-রংপুর-রাজশাহী-খুলনা ও যশোরসহ ১০টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কঁচা নদীর দুই তীরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে দেখা দিয়েছে যানজট।

ফেরির সুপারভাইজার হায়দার আলী জানিয়েছেন, পাখায় কচুরিপানা আটকে যাওয়ায় তা অপসারণ করতে গিয়ে ক্রোস ও গিয়ার বক্সের হাউজিং ভেঙে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অকেজো ফেরিটি সচল করার জন্য টেকনিশিয়ানরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসান মামুন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।