চট্টগ্রাম সিটিতে গৃহকর নিয়ে আন্দোলনে ‘সুরক্ষা পরিষদ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) গৃহকরের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানোর সিদ্ধান্ত নিয়েছে করদাতা সুরক্ষা পরিষদ। পাশাপাশি বর্তমানে ধার্য করা গৃহকরকে ‘গলা কাটা’ বলে মন্তব্য করে তা বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি। তা না হলে হরতাল, নগর ভবন ঘেরাওসহ নানান কর্মসূচি ঘোষণা করার কথাও বলেছে সুরক্ষা পরিষদ।

শুক্রবার (২১ অক্টোবর) গৃহকরের অনিয়ম তুলে ধরতে কদমতলীতে আয়োজিত গণশুনানি থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আমির উদ্দিন বলেন, আইন বাতিল করতে হবে। মেয়র যদি আমাদের কথা না শোনেন, মেয়রকে ঘেরাও করবো। সরকার আমাদের কথা না শুনলে বন্দর অচল করে দেবো। চট্টগ্রাম অচল করে দেবো।

গণশুনানিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, গণস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া, অ্যাডভোকেট ভুলন ভৌমিক ও চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার। গণশুনানির ধারণাপত্র উপস্থাপন করেন শহীদুল আলম স্বপন।

এসময় শহীদুল আলম স্বপন বলেন, আজকের গণশুনানি প্রতীকী। আমরা কোনো কর্তৃপক্ষ নই। তিনি বিদ্যমান অবস্থা থেকে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়ে বলেন, এতে কারও আপত্তি থাকবে না।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।