শিশুদের পদচারণায় মুখরিত বইমেলা


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার দ্বাদশ দিনে শিশু প্রহরে জমে উঠেছে বইমেলা। শিশু-কিশোরদের পদচারণায় মুখর মেলা প্রঙ্গন। নানা বয়সী শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছে মেলা। শিশু কর্নারের বিভিন্ন স্টলে গিয়ে দেখছে নিজেদের পছন্দের বই। কিনছে নিজেদের পছন্দনীয় বিভিন্ন শিশুতোষ বই।

শুক্রবার মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নারে গিয়ে এমন চিত্রই দেখা যায়। শিশুদের মানসিক বিকাশ ও সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’য় এমন আয়োজন করে বাংলা একাডেমি। বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘শিশু প্রহর’ চলবে বেলা একটা পর্যন্ত।

BOOK-FAIR

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শিশু প্রহরে শিশুরা মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছেন। ছোট্ট ছোট্ট শিশুরা অভিভাবকদের সঙ্গে বই কিনছেন, কিনছেন কার্টুনও।

মেলায় সিসিমপুর, শিশু একাডেমি, ছোট মেলা, পাতা বাহার, রঙিন ফুল এর স্টলে শিশুদের ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে।

BOOK-FAIR

আজও শিশু কর্নারে সিসিমপুরের আয়োজনে চলছে শিক্ষামূলক প্রদর্শনী। যে টুকটুক, হালুম, ইকরিদের সবসময় টেলিভিশনের পর্দায় দেখতে হয়েছে তাদের সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে সিসিমপুর। শিশুদের ডাকে আজও শিশু চত্বরে হাজির হয় এ চরিত্রগুলো। এরপর শিশুদের সঙ্গে খুনসুঁটিতে মেতে উঠে। উচ্ছ্বাসিত শিশুরা আনন্দে আত্মহারা হয় প্রিয় চরিত্রগুলোকে কাছে পেয়ে।

এদিকে, মেলায় শিশু প্রহরে আজ চলছে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টায় বইমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার।

BOOK-FAIR

বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে ছিলেন, আনিসুর রহমান তনু, ইয়াকুব আলী খান এবং সাগরিকা জামালী। সভাপতিত্ব করেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এআর/এমএইচ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।