কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

দীর্ঘ ১৯ বছর পর আজ (শনিবার) কুমিল্লা উত্তর জেলা আওয়াামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় জেলার চান্দিনা মহিলা কলেজ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এমপি, দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপিসহ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ ১৯৯৭ সালে চান্দিনার বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফকে সভাপতি ও মুরাদনগরের জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ১৯ বছর পর আজকের এ সম্মেলনে সাংগঠনিক এ জেলার দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস ও চান্দিনা উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হবেন।

সভাস্থলের নিরাপত্তা প্রসঙ্গে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সালাহ উদ্দিন আহমেদ জানান, ‘যে কোন সংঘাত এড়াতে সমাবেশস্থল ছাড়াও উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার জানান, ‘দলের ত্যাগী নেতাদের নিয়ে উত্তর জেলার কমিটি গঠন করা হবে। তবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করে শুধু নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে পারেন।’

এদিকে সম্মেলন হলেও আজ থাকবে না কোন ভোটের আয়োজন। তবে নাটকীয় কোন পরিবর্তন না হলে সভাপতি হিসেবে সাবেক মন্ত্রী ও আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী এবং সাধারণ সম্পাদক হিসেবে দাউদকান্দি-মেঘনা আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমনের নাম ঘোষণা করা হতে পারে বলে দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও ওই দুটি পদে (সভাপতি-সম্পাদক) আলোচনায় রয়েছেন সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক বাদল রায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, ‘এবারের কমিটি নিয়ে কেউই অখুশি থাকবে না। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিলে সবাইকে নিয়ে একটি ব্যালেন্স কমিটি গঠন করা হবে।’  

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।