সরস্বতী পূজা উদযাপন করলেন প্রধান বিচারপতি


প্রকাশিত: ০৬:২১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সুপ্রিম কোর্ট পূজা উদযাপন কমিটি আয়োজিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি সুপ্রিম কোর্টের শহিদ শফিউর রহমান মিলনায়তনে যান পূজা উদযাপনের জন্য।

এসময় সেখানে উপস্থিত সকলের খোঁজ-খবর নেন এবং সকলের সঙ্গে পূজা উদযাপন করেন। পূজা আর্চনার সময় হিন্দু ধর্মের প্রায় তিন শতাধিক পূজারি সঙ্গে ছিলেন।

সরস্বতী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয় পূজা আর্চনা এবং অঞ্জলি প্রদান। এই মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মঞ্চে একটি প্রতিমা ও বক।

SK-Sinha

এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, রাস্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দিলজার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার অরুনাভ চত্রুবর্তী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ।

শনিবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের এই মিলনায়তনে বাণী অর্চনা, বিদ্যার দেবী সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিন শতাধিক ভক্ত।

SK-Sinha

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্থতে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।

এফএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।