রিকশাচালকদের শিশুদের জন্য বিজ্ঞান জাদুঘরে ফ্রি প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০২ নভেম্বর ২০২২

বস্তিবাসী দরিদ্র শিশুদের জন্য খুলে দেওয়া হয় বিজ্ঞান জাদুঘরের গ্যালারি। পাশাপাশি মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর রূপনগর এলাকার বস্তিবাসী রিকশাচালক দরিদ্র জনগোষ্ঠির ৩৯ জন শিক্ষার্থীকে বিজ্ঞান জাদুঘরে আমন্ত্রণ জানানো হয়।

তাদের জন্য বিনা টিকিটে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, মুভিবাস, ভিআর, টাইটানিক জোন, ও অ্যাভিয়েশন গ্যালারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এসব শিশুরা কখনো নিজ খরচে জাদুঘরে আসার সুযোগ পায়নি। হতদরিদ্র পরিবারের শিশুদের নিয়ে গড়ে তোলা ‘স্কুল অফ লাইফ’-এর প্রধান সংগঠক ডা. অনুপম হোসেন, যিনি পেশায় এক জন চিকিৎসক। তারই তত্ত্বাবধানে এসব শিশু লালিত পালিত হচ্ছে।

এসব শিশু জাদুঘরে প্রবেশের সুযোগ পেয়ে এবং বিভিন্ন প্রদর্শনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে আনন্দে অভিভূত হয়ে পড়ে। শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাবারসামগ্রী ও প্রতিষ্ঠানের স্মারক উপহার।

তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, ‘স্কুল অফ লাইফ’ এর উদ্যোক্তা ডা. অনুপম হোসেন ও বিআইডিএস এর পরিচালক ড. মনজুর হোসেন।

প্রায় ৫ ঘণ্টা আনন্দঘন পরিবেশে দরিদ্র পরিবারের শিশুরা বিজ্ঞান জাদুঘরে ভ্রমণ করে তাদের ভবিষ্যৎ জীবন গড়ার অনন্য প্রেরণা লাভ করে।

এমওএস/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।