টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জুগারচর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে জুলফিকার আলী নামে একজন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী নীলফামারীর দোহার উপজেলার আক্কাস আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মহাসড়কের জুগারচর এলাকার ১৬নং ব্রিজের কাছে সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে টাঙ্গাইলমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার জুলফিকার আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি উদ্ধার করা হয়েছে।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।