শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। রোববার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, সম্প্রতি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটিতে’ উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। মূলত তার পত্রের পরিপ্রেক্ষিতে অব্যাহতি প্রদানের বিষয়টি অফিস আদেশে উল্লেখ করা হয়।
অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক আগেই প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। তিনি শিগগিরই লিডিং ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগদানের কথাও বলেন।
আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস