পৌরসভা ও ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ২০ মার্চ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠেয় ১০টি পৌরসভা এবং সারাদেশের ৭৫২টি  ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলীয়ভাবে মিনার প্রতীকে অংশগ্রহণ করবে ইসলামী ঐক্যজোট। রোববার বাদ আসর লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোট মজলিসে শুরার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে তালিকা পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

জোট চেয়ারম্যান আবদুল লতফি নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা শিবলী খান প্রমুখ।

এএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।