কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। এরই মধ্যে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে সোমবার দুপুর পৌনে ১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

জানা যায়, কুবি শিক্ষার্থী বাসে হামলার বিচার দাবিতে সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লা নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এর আগে সকালে একই ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূইয়া, কোতয়ালি থানার ওসি আবদুর রউফ ও সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল গিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করেন।

কুবির রেজিস্ট্রার মজিবুর রহমান জানান, ছাত্ররা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করার পর প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেয়।

কামাল উদ্দিন/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।