একুশে টিভিতে যোগ দিয়েছেন ফারহানা নিশো


প্রকাশিত: ০৭:১০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দেশের জনপ্রিয়  উপস্থাপিকা-সংবাদ পাঠিকাদের একজন তিনি। প্রশংসিত হয়েছেন মডেলিং ও অভিনয় দিয়েও। বলছি প্রিয়মুখ ফারহানা নিশোর কথা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল তিনি যোগ দিচ্ছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে।

অবশেষে গেল রোববার তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে জানালেন জাগো নিউজকে। এর মধ্য দিয়ে প্রায় দেড় মাসের অনিশ্চয়তা ঘোচালেন এই টিভি ব্যক্তিত্ব।

নিশো জানালেন একুশে টিভিতে তিনি অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ফারহানা নিশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ২০০৩ সালে চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। পরবর্তীতে ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন ও এনটিভিতে ও বৈশাখী টিভিতে কাজ করেছেন তিনি।

ফারহানা নিশো সর্বশেষ যমুনা টিভিতে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন।

পাশাপাশি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা পান ফারহানা নিশো। কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন-নাটক-টেলিফিল্মে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।