চট্টগ্রামের মাদরাসা ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৩ নভেম্বর ২০২২
মাদরাসার প্রধান শিক্ষক মো. জোবাইর হোসেন

চট্টগ্রামের কোতোয়ালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মো. জোবাইর হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) কোতোয়ালী থানার সাব এরিয়া জয়নাব কলোনিতে অবস্থিত মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোবাইর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কোদালা দক্ষিণ পাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি জাহিদুল কবীর বলেন, ভুক্তভোগী ছাত্রকে ফুসলিয়ে বলাৎকার করে মাদরাসার প্রধান শিক্ষক জোবাইর হোসেন। গত ১১ নভেম্বর এ ঘটনা ঘটে। পরে ছাত্রের পরিবার বিষয়টি জেনে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জোবাইর হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। পরে বুধবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ইকবাল হোসেন/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।