পুলিশের স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি
পুরান ঢাকার আলু বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (লজিস্টিক) ওয়াই এম বেলালুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ এবং লালবাগ বিভাগের ডিসি মফিজউদ্দিন আহমেদ।
জাগো নিউজের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মো. মারুফ হোসেন সরদার।
এর আগে সোমবার রাতে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠে। এসময় দুই এসআইকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এআর/এএইচ/পিআর