পাকিস্তানের কোচ হতে চান ভিভ রিচার্ডস
পাকিস্তানের কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন ওয়াকার ইউনিস। যদিও তার পারফরমেন্স নিয়ে বহুদিন ধরেই বেশ কাটাছেঁড়া চলছে। পাকিস্তানের ভেতর থেকে অনেকেই কোচ বদলানোর পক্ষে কথা বলছেন। সেই মসনদে তবে কী এবার আসছেন ক্যারিবীয় কিংবদন্তী ভিভ রিচার্ডস? জল্পনা-কল্পনা উসকে দিলেন ভিভ নিজেই। পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৬৩ বছর বয়সী ভিভ।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিভ বলেন, ‘কোচ হিসেবে ওয়াকার এখন দারুণ কাজ করছে; কিন্তু যদি কখনও আমাকে সুযোগ দেওয়া হয়, তবে আমি নিশ্চয়ই এই কাজ করব।’ সঙ্গে যোগ করেন, ‘বিশ্ব ক্রিকেটের নিরিখে পাকিস্তান একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই এটা দেখে দুঃখ লাগে যে পাকিস্তানে গত কয়েক বছর ধরে ক্রিকেট নেই। আশা করি পরিস্থিতি ভাল হবে।’
ভিভের বক্তব্যকে সমর্থন করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমরও। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ভিভ আমাকে পাকিস্তানে আসার কথা জানিয়েছে। আমি জানি, ও ভাল কাজ করতে পারে।’
আইএইচএস/আরআইপি