শিল্পমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসতে না দেওয়ায় মারধর
শিল্পমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসতে না দেওয়ায় বিতর্ক সংগঠন বরিশাল ডিবেটিং সোসাইটির (বিডিএস) সভাপতি এম.এ মাসুদকে মারধর করেছে কলেজ শাখার এক ছাত্রলীগ নেতা।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর উত্তর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এম.এ মাসুদের ওপর এ হামলা চালানো হয়। হামলাকারী ছাত্রলীগ নেতা হলেন, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল-মামুন।
এম.এ মাসুদ জানান, গত ৩০ জানুয়ারি নগরের অশ্বিনী কুমার হলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি (মাসুদ)। মন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা মোটরসাইকেল বহরে ওই অনুষ্ঠানে যান আল-মামুনসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদেরকে দর্শনার্থীদের চেয়ারের বসতে দেওয়া হয়।
বুধবার বেলা ১১টার দিকে তিনি (মাসুদ) রিকশাযোগে উত্তর মল্লিক রোড দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে অপর রিকশায় যাচ্ছিলেন আল-মামুন ও তার এক সহযোগী। মাসুদকে দেখে আল-মামুন তাকে রিকশা থামাতে বলে। রিকশা থামালে আল-মামুন তার মাসুদের কাছে এসে জানতে চায় বিতর্ক উৎসবে তাকে ডেকে কেন মঞ্চে বসতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গ তুলে অশ্লীল ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মাসুদকে কয়েটি চর-থাপ্পর দেয় আল-মামুন। ভবিষ্যতে সে বরিশালে বিডিএস’র অনুষ্ঠান করতে না দেওয়ারও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে মামুন।
এম.এম মাসুদকে মারধরে কথা স্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আল-মামুন। তিনি বলেন, মাসুদ বেয়াদপ। তাকে বিভিন্ন সময়ে কটূক্তি করেছে সে। এজন্য তিনি বড় ভাই হিসেবে মাসুদকে কয়েকটি থাপ্পড় দিয়েছেন। বিতর্ক উৎসবে তাকে মঞ্চে বসতে না দেওয়ায় মারধর করা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন আল-মামুন।
সাইফ আমীন/এমএএস/এমএস