অপরাধী যেই হোক না বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দেশের কেউই আইন ও বিচারের বাইরে নয়। অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সরকার জিরো টলারেন্সে বিশ্বাস করে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা চলি বলেই আজ সারা বাংলাদেশের একটি সুন্দর পরিবশ ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ শান্তি প্রিয় মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। আমরা এখানে যার যার ধর্ম তার তার মতো করে পালন করি। তাই প্রধানমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম এ আউয়াল, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহির, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি হুমায়ূন কবির, পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন।
হাসান মামুন/ এমএএস/এবিএস