মেরুল বাড্ডায় বাস চাপায় কলেজছাত্র নিহত


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০২ ডিসেম্বর ২০১৪

রাজধানীর মেরুল বাড্ডায় বাসের চাপায় সাদি মোরশেদ (২০) নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেরুল বাড্ডার এশিয়া হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পথচারী এনামুল জানান, সাদি মোরশেদ এশিয়া হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে হঠাৎ করে ফাল্গুনী পরিবহণের একটি বাস তাকে ধাক্কা মারে। তিনি মাটিতে পড়ে গেলেও ওই বাসটি তার ওপর দিয়েই চলে যায়। কিছুদুর পর ওই বাসটিকে আটক করে স্থানীয়রা। সাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সাদি মোরশেদের আইডি কার্ডের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত সাদির আইডি কার্ডে বাবার নাম এস এম আলম ও মতিঝিলের উত্তর কমলাপুর ৪২ নম্বর বাসা উল্লেখ আছে। এ ছাড়া সাদি বসুন্ধরাস্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র বলে জানা গেছে।

বাড্ডা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ফাল্গুনী পরিবহণের ওই বাসটি আটক করা হয়েছে। হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।