জাফর ইকবালকে ঘিরে অটোগ্রাফ ও সেলফির হিড়িক
ড. মোহাম্মদ জাফর ইকবাল। পেশায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেও বই প্রেমীদের কাছে পরিচিত কথা সাহিত্যিক ড. মোহাম্মদ জাফর ইকবাল নামে। নিপুন সাহিত্যকর্মের মাধ্যমে ইতোমধ্যে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
তার বৈজ্ঞানিক লেখার মিশেলে সৃজনশীল ও জ্ঞানগর্ভ লেখনি বিমুগ্ধ করেছে নতুন প্রজন্মকে। তাই প্রিয় লেখককে পেলে যেন হুমড়ি খেয়ে পড়ার অবস্থা ভক্তদের। অটোগ্রাফ আর সেলফির হিড়িক জাফল ইকবালকে নিয়ে।
অমর একুশে বইমেলার ২০তম দিনে ভক্তদের এমন ভিড়ে কখনো কখনো ডানে-বামে ধাক্কাও খাচ্ছেন তিনি। তবে এতে কোনো ক্লান্তির ছাপ নেই এ লেখকের মুখাবয়বে। ধাক্কা সমূহও যেন ভালোবাসারই প্রতীক তার কাছে। দীর্ঘ সময় হুড়োহুড়ি করে সেলফি কিংবা একটি অটোগ্রাফই যেন ভক্তদের সবচেয়ে বড় পাওয়া। ভিড়ের মধ্যে প্রিয় লেখকের একটি অটোগ্রাফ নিতে একেকজনের প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করতে হয়েছে।
শনিবার বেলা ১২টায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখ দিয়ে একটু সামনে গেলে সময় প্রকাশনীর সামনে এ অবস্থা দেখা যায়।
রুবাইয়া তাবাসসুম মেরিনা এসেছেন ক্যান্টনমেন্ট থেকে। ভাবেননি মেলায় এসে প্রিয় লেখক জাফর ইকবালকে পাবেন। তাই লেখককে পেয়ে একটি অটোগ্রাফের জন্য কিনেছেন একটি বই। নিয়েছেনও অটোগ্রাফ। একটি অটোগ্রাফ নিতে দশ মিনিট সময় লেগেছে বলে জানান তিনি।
তিনি বলেন, স্যারের সব বইই পড়ার চেষ্টা করি। তাই আজকে স্যারকে পেয়ে আরেকটা বই কিনেছি। অটোগ্রাফ নিতে পেরে ভালো লাগছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আহসান জাগো নিউজকে বলেন, বেশ কয়েকটা সেলফি তুলেছি। অনেক কষ্ট হয়েছে। এখন তুলতে পেরে ভালো লাগছে। এটা আমার ফেসবুকের প্রোফাইল পিকচার হবে।
এমএইচ/এমজডে/এবিএস