খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বানীতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বানীতে তিনি বলেন, শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। এ দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন যীশু। দিনটি উপলক্ষে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি। এ ধর্মের অনুসারীদের জন্য আমার অফুরান ভালোবাসা। এ উপলক্ষে দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন।

প্রতিবছর এ দিনে বিশ্বের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর অনন্য নির্দশন বড়দিন।

এসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।