ঢাকায় লোডশেডিং নেই আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

দেশে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। ফলে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে চলতি বছরের ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।

তবে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে কোথাও লোডশেডিং শিডিউল দেওয়া হয়নি।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) শিডিউল অনুযায়ী, আজ ঢাকায় কোথায় লোডশেডিং নেই।

শিডিউল জানিয়ে ডিপিডিসি বলেছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

অন্যদিকে ডেসকোর ওয়েবসাইটে মঙ্গলবারের লোডশেডিং শিডিউল আপডেট করতে দেখা যায়নি। 

এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।