এশিয়া কাপের মূল পর্বে আরব আমিরাত
পারলো না আফগানিস্তান কিংবা ওমান, হংকং। এই তিন দেশকে পেছনে ফেলে এশিয়া কাপের ১৩তম আসরের মূলপর্বে ঠাঁই করে নিলো আরব আমিরাত। বাছাই পর্বের শেষ ম্যাচে আজ তারা ওমানকে ৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনায়াসেই এশিয়া কাপের মূল পর্বে ঠাঁই করে নেয়। মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।
দিনের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছিল আফগানিস্তান। তবে তারা তাকিয়েছিল পরের ম্যাচটির দিকে। এই ম্যাচে কোনোভাবে যদি আরব আমিরাতকে হারাতে পারে ওমান, তাহলে মূল পর্বের টিকিট পেয়ে যাবে আফগানরাই; কিন্তু বিধিবাম। আরব আমিরাতকে হারানো তো দূরের কথা, ওমান স্রেফ উড়ে গিয়েছে আমজাদ জাভেদদের কাছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। ব্যাট করার আমন্ত্রণ জানায় আরব আমিরাতকে। দলীয় ১১ রানের মাথায় রোহান মোস্তফার উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলো ওমান। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৮৬ রানের জুটি গড়ে ওমানকে রীতিমত ম্যাচ থেকে ছিটকে দেন মোহাম্মদ কলিম এবং মোহাম্মদ শেহজাদ।
৩১ বলে ৩৪ রান করেন শেহজাদ। ৪০ বলে ৫০ রান করেন কলিম। মিডল অর্ডারে মোহাম্মদ উসমান ২২ বলে ৪৬ রান করে ওমানের সামনে ৬ উইকেটে ১৭২ রানের বিশাল চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দেয়। ওমানের পক্ষে আমির কলিম নেন ৩৬ রানে ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওমানের ওপেনার জিশান মাকসুদ ৪২ বলে ৪৬ রান করলেও বাকিরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। সুতরাং, ২০ ওভার শেষে দেখা গেলো ৮ উইকেট হারিয়ে ১০১ রান করেছে ওমান। এই হারের ফলে ওমানের বিদায় নিশ্চিত হয়ে যায়। আর তিন ম্যাচের সবগুলোতে জিতে অপরাজিত থেকেই মূল পর্বে উঠে গেলো আরব আমিরাত।
আইএইচএস/বিএ