বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসি রাষ্ট্রদূতের প্রশংসা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ জানুয়ারি ২০২৩

বাংলাদেশের অবিচল ও অসামান্য উন্নয়নের প্রশংসা করেছেন ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত মারি মাসডুপুই। তিনি বলেন, এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্যপ্রক্রিয়াকরণ, পরিবেশবান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

মোমেন ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে, মালরাঁর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।