কুমিরায় শব্দদূষণ বন্ধে ৭৩ হাইড্রোলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা এলাকায় শব্দদূষণ বন্ধে অভিযান চালিয়ে ৭৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও গবেষণাগার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

অভিযানে ৬০টি গাড়ি থেকে ৭৩টি হাইড্রোলিক হর্ন জব্ধ করা হয়। এছাড়া ২৩টি মামলায় ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট মো. হোযায়ফাহ্ সরকার, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেনসহ সীতাকুণ্ড থানার একটি টিম অংশ নেন।

ইকবাল হোসেন/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।