এএসপি হলেন পুলিশের ১০ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

বিসিএস (পুলিশ) ক্যাডারভুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন পরিদর্শক (ইন্সপেক্টর, নিরস্ত্র) পদমর্যাদার ১০ কর্মকর্তা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

আরও পড়ুন > পদোন্নতি পাওয়া ৬৯ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম ফারুক হোসেন, সিলেটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন চৌধুরী, এসবির পরিদর্শক (নিরস্ত্র) কাজী ওয়াজেদ আলী, মোহাম্মদ জহির উদ্দিন ও নীলফামারীর পরিদর্শক (নিরস্ত্র) মো. মমিনুল ইসলাম।

এছাড়াও অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) মো. আনোয়ারুল আজম, নৌ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মুন্সী মো. আছাদুল্লাহ, ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) মো. শহীদুল হক। পৃথক আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আখতার হোছাইন ও মো. আকতার হোসেন মিয়াকে এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়।

আরও পড়ুন > পাঁচ ডিআইজি প্রিজন্সকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ক্যাডারভুক্ত এ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

টিটি/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।