প্রথম দিনেই সাড়া ফেলেছে হলিডে মার্কেট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

দেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের বাহারি পণ্য এবং খাদ্যপণ্য নিয়ে রাজধানীতে চালু হয়েছে ‘ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট’।

এসএমই উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে দেশে প্রথমবারের মতো এ মার্কেটের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঐক্য ফাউন্ডেশন।

শুক্রবার (১৩ জানুয়ারি) এ মার্কেট চালুর প্রথম দিনই ব্যাপক সাড়া মিলেছে। আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত বিস্তৃত আইসিটি সড়কের উত্তর-দক্ষিণ দুপাশে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বসবে এ মার্কেট। আইসিটি সড়কের দুপাশে ৫০টি করে মোট ১০০টি স্টল থাকবে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার পর থেকেই মার্কেটে ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করতে থাকেন। ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যায় পিঠা, মিষ্টি, কারুশিল্পের স্টলগুলোতে। এছাড়া বিভিন্ন নার্সারির স্টলগুলোতেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিক্রেতাদের আশা, মার্কেট নিয়মিত চললে বেচাকেনা বেশ জমবে।

মার্কেটে নজর কেড়েছে মাশরুমের বাহারি খাবার। পরিবার নিয়ে অনেকেই কেনাকাটার পাশাপাশি আনন্দমুখর সময় কাটিয়েছেন সেখানে।

রফিক উদ্দিন নামের এক নার্সারির বিক্রেতা জাগো নিউজকে বলেন, মার্কেট আজ থেকে শুরু হয়েছে। প্রতি শুক্র এবং শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আমরা সবজি, গাছপালা এবং বিভিন্ন রকম হাতে তৈরি টব নিয়ে এসেছি। মার্কেটে মোটামুটি ভিড় আছে। বেচাকেনা ভালো হবে আশা করি।

মিরপুর থেকে আসা রাশেদুল ইসলাম বলেন, মার্কেটে এসে ভালো লাগছে। শুক্রবার ছুটির দিন। ঢাকা শহরে এরকম মার্কেট দরকার। মোটামুটি পছন্দসই এবং নির্ভেজাল পণ্য নিয়ে এ মার্কেটের আয়োজন করেছে ডিএনসিসি।

দর্শনার্থী ফরহাদ আলম বলেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সুন্দর একটি আয়োজন করেছেন। এ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি উৎসাহিত করবে। মার্কেটে সুন্দর কিছু কুটির ও পাট শিল্পপণ্য এসেছে। এগুলো বেশ আকর্ষণীয়।

এই হলিডে মার্কেটে দেশের খ্যাতনামা এসএমই উদ্যোক্তা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এসএমই উদ্যোক্তা, নতুন উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে আসছেন। এরমধ্যে রয়েছে- চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, হোম ডেকোরেশন পণ্য, অর্গানিক কৃষিপণ্য, পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য, খাদ্যপণ্য ও পানীয়। একই সঙ্গে বৃক্ষপ্রেমিকদের জন্য মার্কেটে রয়েছেন নার্সারি উদ্যোক্তারা।

তাসনিম আহমেদ তানিম/এএইচ/এএসএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।