ব্রাহ্মণবাড়িয়া জাপার মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঋণ খেলাপী হওয়ার কারণে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী মো. আনিছ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে এটি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কেন্দ্রে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপী হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো. আনিস খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কারণে দুপুর পর্যন্ত দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও এক সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। দ্বিতীয় ধাপে আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।