প্রতিবেশীর পর স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

কক্সবাজারের পেকুয়ায় স্বামী মো. রিদুয়ানকে হত্যার অভিযোগে স্ত্রী রুমি আক্তারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭। সংস্থাটি জানায়, গ্রেফতার রুমি আক্তার স্বামীকে হত্যার চার মাস আগে মা-বাবা, ভাইসহ ছুরিকাঘাত ও পিটিয়ে প্রতিবেশী আবদুল মালেককে হত্যা করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠাছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুমি আকতার পেকুয়া থানার বাজারপাড়া গ্রামের মো. তাজুরের মেয়ে।

আরও পড়ুন: ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো ২ তরুণের

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার। তিনি বলেন, অনলাইনে লুডু খেলার ঝগড়াকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট মা-বাবা, ভাইসহ ছুরিকাঘাত ও পিটিয়ে প্রতিবেশী আবদুল মালেককে হত্যা করেন রুমি আক্তার। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ১৭ অক্টোবর আদালত থেকে তিনি জামিন পান। জামিনে বেরিয়ে তিনি নানা অনৈতিক কাজে লিপ্ত হন। এতে স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ তৈরি হয়। এর জের ধরে গত ২৭ ডিসেম্বর স্বামী মো. রিদুয়ানকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান রুমি আক্তার। এ ঘটনায় ভিকটিমের ভাই গত ৩১ ডিসেম্বর পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: গাড়িচাপার পর নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের পর চলে গেলো ছোট্ট তৌহিদও

তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িত আসামি ভিকটিমের স্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠাছড়া এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুমিকে পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।