বাংলাদেশ-ভারত ম্যাচে বড় বাধা বৃষ্টি
বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে আজ সন্ধ্যায় পর্দা উঠছে এশিয়া কাপের ১৩তম আসরের। তবে এ ম্যাচের আগে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে বৃষ্টি। বুধবার সকাল থেকেই ঢাকাসহ আশেপাশে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। আর এ বৃষ্টি আজকে সারা দিনই চলবে। এর ফলে উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ার আশংকা রয়েছে।
বিবিসির আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি দিনে বিকালের পর বাতাসের বেগ আরো বাড়তে পারে। আজকে তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবারেও একই তাপমাত্রা থাকবে। তারপর কমতে কমতে শনিবার সর্বনিম্ন ১৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসতে পারে। জানিয়ে রাখা ভালো, শনিবার পর্যন্ত প্রত্যেকদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ অবস্থায়, বৃষ্টির কারণে ওভার কমানো হয়ে থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ক্রিকেটে অর্ধেক কমিয়ে ১০ ওভারে আনা হতে পারে। অবস্থা আরো খারাপ হলে খেলা গড়াবে সুপার ওভারে। আবহাওয়ার এই অবস্থার কারণেই কিনা টস ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগে ব্যাটিং করতে চাইবে উভয় দলই। মাশরাফি-সাকিবদের খেলায় বৃষ্টির সঙ্গে টস ভাগ্যটা তাই গুরুত্বপূর্ণ।
এমআর/পিআর