পারকি সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

বঙ্গোপসাগরের প্রাণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ‘পারকি সৈকত’। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত এই সৈকতের সৌন্দর্য রক্ষায় বিচ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলছে।

স্থানীয় ২ নম্বর বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সৈকত পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়।

অভিযানে অংশ নেন ইউপি সদস্য মো. কামাল উদ্দীন, আবদুল কাইয়ুম, উদ্যোক্তা মো. হাসান, সহকারী মো. ইমরান।

পারকি সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের

পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা, বিচ দোকানদার, গ্রাম পুলিশ এবং এলজিইডি কর্মীরা।

ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন, পারকী সৈকত দক্ষিণ চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্পট। এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। এছাড়া আমি পর্যটকদের কাছে অনুরোধ করবো, বিচের সৌন্দর্য রক্ষা করতে নিজেদের সচেতন হতে। যত্রতত্র প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ফেলা যাবে না।

ইকবাল হোসেন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।