সিরিজ জয়ে টেস্ট র্যাংঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া
সিরিজ পরাজয়ের স্বাদ নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়-অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ট্রান্স-তাসমান ট্রফি নামের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে সফরকারী অস্ট্রেলিয়া। আর এ জয়ে ভারতকে হটিয়ে আইসিসির টেস্ট র্যািঙ্কিংয়ের শীর্ষেও উঠে গেছে স্টিভেন স্মিথের দল।
বুধবার ওয়েলিংটন টেস্টের পঞ্চম ও শেষদিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৩১ রান। জো বার্নস ২৭ ও উসমান খাজা ১৯ রান নিয়ে বুধবার পঞ্চম দিনের খেলা শুরু করেন। দলীয় ১১৩ রানে খাজা ফেরার আগে ৪৫ রান করেন। খাজার বিদায়ের পর তৃতীয় উইকেটে অধিনায়ক স্মিথের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বার্নস। ব্যক্তিগত ৬৫ রানে বার্নস ফিরে গেলে ভাঙে এ জুটি। এরপর স্মিথ ও অ্যাডাম ভোজেসের ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ৫৩ ও ভোজেস ১০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ব্রেন্ডন ম্যাককালামের ৭৯ বলে ১৪৫ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দুর্দান্ত ইনিংসটির পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন কিউই অধিনায়ক। ৫৪ বলে সেঞ্চুরি করে ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল-হককে (৫৬ বল) পেছনে ফেলেন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৩টি এবং জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন ও জ্যাকসন বার্ড নেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি মিচেল মার্শের।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩৭০ রানের জবাবে জো বার্নস ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৫০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ফলে ১৩৫ রানের লিড পায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে বার্নস ৩২১ বলে ২০টি চারের সাহায্যে ১৭০ রানের নান্দনিক ইনিংস খেলেন। অন্যদিকে তৃতীয় উইকেটে বার্নসকে নিয়ে ২৮৯ রানের রেকর্ড জুটি গড়া স্মিথ ২৪১ বলে ১৩৮ রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দেন। নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার ছয়টি ও ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও উইলিয়ামসন।
১৩৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ৩৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য ২০১ রানের মামুলি লক্ষ্য পায় অজিরা। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসন সর্বোচ্চ ৯৭ রান করেন। হেনরি নয় নম্বরে নেনে ৬৬ রানের দারুণ ইনিংস উপহার দেন। এছাড়া ওয়াটলিং ৪৫, অ্যান্ডারসন ৪০ ও টম লাথাম করেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাকসন বার্ড পাঁচটি এবং জেমস প্যাটিনসন নেন চারটি উইকেট। অপর উইকেটটি নেন জস হ্যাজেলউড।
এমআর/এবিএস