জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: সিআইডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩
সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

পাশাপাশি ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও প্রতিরোধে নিজেদের গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরে সিআইডি সদরদপ্তরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>> স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পালন করতে চায় পুলিশ

এসময় সিআইডির তদন্ত ইউনিটসমূহ, সাইবার পুলিশ সেন্টার, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিরিয়াস ক্রাইম, এলআইসি, ডিএনএ ল্যাব, কেমিক্যাল ল্যাব, ফরেনসিক ল্যাবসমূহ, ডিটিএস’র কর্মকাণ্ড ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন তিনি।

জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: সিআইডি

আরও পড়ুন>> আরও দেড় বছর আইজিপি থাকবেন মামুন

প্রশিক্ষণে ৩৮তম বিসিএসের ১ জন এবং ৪০তম বিসিএসের ৬৯ জনসহ মোট ৭০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

আরও পড়ুন>> সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার, সহকারী বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।