বাংলাদেশ-রুয়ান্ডা সরাসরি বিমান চলাচলে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৭ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ও আফ্রিকার দেশ রুয়ান্ডার মধ্যে সরাসরি বিমান চলাচলে চুক্তি সই হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও রুয়ান্ডার হাইকমিশনার চুক্তিতে সই করেছেন। আকাশপথে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধার্থে নয়াদিল্লিতে এ চুক্তি সই করেন তারা।

সোমবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এ চুক্তির ফলে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে আকাশপথে মানুষ ও পণ্য পরিবহনে সুবিধা হবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন>> বাংলাদেশ-লুক্সেমবার্গ সরাসরি বিমান চলবে

বাংলাদেশ সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফরের আয়োজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন>> বাংলাদেশ-ব্রুনাই রুটে সরাসরি চলবে বিমান

এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।