‘টস কোন ইস্যু নয়, ভালো খেলাই আসল’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের দিন থেকেই মিরপুরে কয়েকদফা বৃষ্টির কারণে খেলা শুরু করা নিয়েই ছিল সংশয়। তবে বৃষ্টি কেটে যাওয়ার কারণে যথাসময়েই ম্যাচ মাঠে গড়াবে বলে জানা গেছে। বৃষ্টিস্নাত এ ম্যাচের শুরুতে তাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে টস। অনেকেই বলছেন, টসই হয়ে যাবে বড় ফ্যাক্টর। যদিও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার এবং বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন ভিন্ন কথা। তার মতে, ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে টস তেমন বড় কোন ইস্যু নয়। ২০ ওভারের এ খেলায় ভুল কম করে যে দল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারবে তাদেরই জয়ী হবে।
মুঠোফোনে সাবেক তারকা ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু জাগোনিউজ২৪.কমকে বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে টস কোন গুরুত্বপূর্ণ ইস্যু নয়। এটা ২০ওভার করে মাত্র ৪০ ওভারেই খেলা শেষ হয়ে যায়। যে দল ভুল কম করে নিজেদের প্রসেসে থেকে ভালো করতে পারবে সে দলই জয়ী হবে। টস ইস্যু হলে তাহলে যে দল টস জিততো সেই দলই ম্যাচ জিততো। এমন না যে টস যারা হারে তারা ম্যাচ জেতে না।’ বৃষ্টিস্নাত এ ম্যাচে বাংলাদেশের টস জিতে কি করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘মিরপুরের উইকেট আমি দেখি নাই, উইকেট দেখেই সিদ্ধান্ত নেয়া উচিত। তবে আমার মতে টস কোন ইস্যু নয়।’
আগের আসর ওয়ানডে সংস্করণের হলেও এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে এশিয়া কাপ। তাই নিয়মিত টি-টোয়েন্টি খেলা ভারতের বিপক্ষে জয় পেতে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে টাইগারদের এমনটাই মনে করেন লিপু। তবে এ সংস্করণে যে কোন দলই জিততে পারে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আসলে টি-টোয়েন্টি সংস্করণে যে কোন দলই জিততে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশেরও সম্ভবনা রয়েছে। আর আমাদের দেশের কন্ডিশনে খেলা, তাই আমাদের ভালো সম্ভবনা আছে। ইদানিং দেখা যায় মিরপুরের উইকেটটা একটু পেস সহায়ক হয়। সেক্ষেত্রে পেস বোলারদের ভালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ম্যাচ জিততে হলে অফফর্মে যেসব খেলোয়াড়রা রয়েছেন তাদের কিছু অবদান রাখতে হবে। টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এবার বাংলাদেশ কিন্তু ব্যপক প্রস্তুতি নিয়েছে তাই তার প্রতিফলন মাঠে দেখাতে হবে। অনেক বেশি রান স্কোরবোর্ডে জমা করতে হবে।’
আরটি/আইএইচএস/এবিএস