পরিচ্ছন্নতাকর্মীদের ঘর ভেঙে গ্যারেজ করার উদ্যোগ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

ধলপুর বস্তিতে উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে, পরে গোলাপবাগে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতুর প্রবেশপথে প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান।

আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ধলপুর বস্তিতে তাদের একমাত্র থাকার জায়গা। স্বাধীনতার পর থেকে তারা এখানেই বসবাস করে আসছেন। কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই গতকাল (১৬ জানুয়ারি) সিটি করপোরেশন মাইকিং করে বস্তি থেকে তাদের সরে যাওয়ার জন্য নোটিশ প্রদান করে।

তারা জানান, এই বস্তিতে দীর্ঘদিন যাবৎ পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছে। তাদের নিজস্ব কোনো জমি নেই। কোনো প্রকারের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে তাদের পথে থাকতে হবে। উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং তাদের যেন উচ্ছেদ না করা হয় সেই দাবিতে রাস্তায় নেমেছেন বলে তারা জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫ এর কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মেয়রের পরিকল্পনা অনুযায়ী বস্তি অপসারণ করে এখানে সিটি করপোরেশনের যান্ত্রিকবিভাগের গাড়ির গ্যারেজ নির্মাণ করা হবে। তাই বস্তিবাসীকে এখান থেকে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এমএমএ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।